যেভাবে ফ্রিলেন্স্যারে একাউন্ট বানাতে হয় অনুরূপ ভাবে upwork.com এবং fiverr.com একাউন্ট বানাতে হয়.
upwork.com এবং fiverr.com একাউন্ট খোলার নিয়ম অনেকটা সদৃশ www.freelancer.com এর সাথে.
কিভাবে www.freelancer.com একাউন্ট বানাতে হয় এই আর্টিক্যল দেখে আসুন.
একাউন্ট হলে বিভিন্ন কাজের জন্য পোস্ট আসবে সেখানে আপনার উপযুক্ত কাজের জন্য বিড করে কাজ নেয়ার চেষ্টা করুণ, কাজ করে দেশের রেমিটেন্সে আপনার কন্ট্রিবিউশন রাখার চেষ্টা করুণ. পাশাপাশি বিভিন্ন দেশের ক্লায়েন্ট এর সাথে কাজ করে দেশের সুনাম অর্জন করুণ।